চাঁদপুরের কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া সার্বজনীন শ্রী শ্রী রাম ঠাকুর আনন্দধাম,কড়ইয়া সার্বজনীন দেবালয় পরিষদ ও গ্রাম বাসির সার্বিক তত্ত্বাবধানে ২০প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন ও
শ্রী শ্রী রামচন্দ্র দেবের ৩২তম বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে গত ৭,৮,ও ৯ অগ্রহায়ণ বাংলা ১৪৩০ বঙ্গাব্দ শুক্র শনি ও রবিবার ঢোল,কাশি,বাদ্যযন্ত্র বাজিয়ে আলোক শয্যায় সাজিয়ে অনুষ্ঠানের প্রথমে শুক্রবার সন্ধ্যায় শ্রীমদভগবত গীতা পাঠ,মঙ্গলঘট স্থাপনের মধ্যে দিয়ে মহা হরিনাম কীর্তন শুরু হয়।রবিবার দুপুরে মহা ভোগে উৎসবে হাজারো ভক্তের সমাগমে এই অনুষ্ঠানের পরিপূর্ণতা পায়। অনুষ্ঠান টি সোমবার ভোরে নগর র্কীতনের মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটবে।উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায় ছিলেন,শ্রী শ্রী রাম ঠাকুর আনন্দধামের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ মজুমদার, সাধারন সম্পাদক বাবু গনেশ ধাম,কড়ইয়া সার্বজনীন দেবালয় পরিষদের সভাপতি বাবু অজিত কুমার কর,সাধারণ সম্পাদক উজ্জ্বল কৃষ্ণ মজুমদার, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ফণী ভূষণ মজুমদার তাপু, কচুয়া উপজেলা জন্ম অষ্টমীর সাধারণ সম্পাদক ডাঃ মানিক মজুমদার সোহাগসহ কড়ইয়া গ্রামের সকল ময়মুরুব্বি ও ভলান্টিয়ার ব্যাচের সকল সারথির লোকজন রা উপস্থিত ছিলেন।
ছবিঃ কচুয়া ২০প্রহর ব্যাপী নাম সংকীর্তন ও শ্রী শ্রী রামচন্দ্র দেবের ৩২তম বার্ষিকী উৎসবের একাংশ।