আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে দেশের সর্বত্র রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ ততই ঘনীভূত হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো যখন মাঠে আন্দোলনের নামে নৈরাজ্য ও নাশকতা করছে তখন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা একদিকে যেমন মাঠে থেকে নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি শান্তি ও উন্নয়ন সভায় যোগদান করছে অন্যদিকে নৌকা মার্কার পক্ষে জনসমর্থন লাভে নিরলস কাজ করে নিজেদের অবস্থান সুদৃঢ করতে ব্যস্ত রয়েছে। দেশের বিভিন্ন আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা তাদের ইতিবাচক কর্মকান্ড প্রদর্শন করে ভোটারদের আকৃষ্ট করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার সম্ভাব্য প্রার্থী হিসেবে এস এম হুমায়ুন কবির জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) নির্বাচনী এলাকায় ব্যানারপোস্টার ফেস্টুন, লিফলেট ও সাইনবোর্ডসহ অন্যান্য প্রচার মাধ্যমে তার ব্যাপক প্রচার প্রচারণার লক্ষ্য করা যাচ্ছে।
জানা যায়, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাভাজন প্রয়াত নেতা এস এম হাবিবুর রহমান হাবিবের ছোট ভাই, যার ভালোবাসায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমার পাগলা হাবিব’ এস এম হুমায়ুন কবির বাগাতিপাড়ার ছাত্রলীগের সাবেক সভাপতি, তিনি দুই মসজিদের সফল সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজ সেবক ও একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিগত দিনে বিএনপি-জামায়াতের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যথাসময়ে তিনি মাঠে ছিলেন বলে জানা যায়। সম্প্রতি চলমান সরকার বিরোধী আন্দোলনের নামে জামায়াত-বিএনপির নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীদের সাথে নিয়ে এস এম হুমায়ুন কবির সবসময় মাঠে আছেন বলে সাধারণ ভোটার সূত্রে জানা যায়।