‘আমিরাতে বাংলাদেশী পোশাকের বাজার ধরে রাখা কষ্টসাধ্য ‘
বাংলাদেশের তৈরি পোশাকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আরব আমিরাতের বাজারে। কিন্তু বাংলাদেশ থেকে এই পোশাকাদি আনতে গিয়ে দেশীয় নৌবন্দরে নানা রকম সমস্যার পাশাপাশি পোশাকাদি ভর্তি কন্টেইনার আনতে দেরি হওয়ায় পোশাকের বাজারটি ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে। অপরদিকে এই পোশাক দেরিতে আসার কারণে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। গতকাল শুক্রবার ৩ নভেম্বর আজমান শেখ আম্মার রোডে বাংলাদেশী মালিকানাধীন ‘ সাইনিং ‘ প্রতিষ্ঠান উদ্বোধনকালে বক্তারা একথা বলেন।
প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের দুই পরিচালক মেহেদী হাসান রানা ও মহিন চৌধুরী,নুর আল মদিনা রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ এমদাদ হোসেন, রাউজান সমিতি দুবাই সভাপতি খোরশেদ জামান, আরশাদ হোসেন হিরো,সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি উদ্বোধনকালে প্রতিষ্ঠানের মালিক সবার দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সাইনিং নামের এই মার্কেটে পাওয়া যাবে শার্ট প্যান্ট টি-শার্ট জুতা ব্যাগ,শাড়ি সালোয়ার কামিজ সহ লেডিস আইটেমের বিভিন্ন পণ্য। এ গ্রান্ড ওপেনিং উপলক্ষে ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিশেষ অফার রেখেছে। তাই এই প্রতিষ্ঠানটিতে আসার জন্য বাংলাদেশীদের আহ্বান জানান প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।
আজমানে বাংলাদেশী প্রতিষ্ঠান সাইনিং উদ্বোধন করেন অতিথিরা