নওগাঁর সাপাহার সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কলেজের আয়োজনে অনুষ্ঠিত সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বেলুন উঁড়িয়ে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুর রহমানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, কেক কর্তন, বিশাল র্যালি,স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রধান অতিথি খাদ্যমন্ত্রী কলেজের নতুন ভবন উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ মনিল চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও নার্গিস সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ অত্র কলেজের সকলশিক্ষক শিক্ষার্থী বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিকেলে মনোজ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ, এতে শিল্পী মমতাজ এমপি’র কন্ঠে গান অনুষ্ঠিত হবে।