জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” স্লোগান নিয়ে এ উপলক্ষে বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে থানা কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সহসভাপতি জয়নাল আবেদিন, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামাণিক , সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, সাংবাদিক শাহীন আল আমিন, পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক , ব্যবসায়ী, শিক্ষক,শ্রমিক নেতা সহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।