মুন্সীগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ
মুন্সীগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।২৫ সেপ্টেম্বর সোমবার বেলা ৯টা হতে দুপুর১টা পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন এর উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার, লৌহজং থানার কান্দিপাড়া দর্জিবাড়ি মাঠ প্রাঙ্গনে ৪০৭ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট আহমেদ রিফাত তাহমিদ , এএমসি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।