চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে যৌথভাবে এটি আয়োজন করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টো (দ:) কার্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের একাডেমিক ইনচার্জ মৃদুল কান্তি দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনফুল এন্ড কোম্পানীর জেনারেল ম্যানেজার আমানুল আলম। সাংবাদিক ও কলামিস্ট এমরানুল ইসলাম মুকুল, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম ওসমান গণি চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন মীর শফিউল আলম, মোঃ ফিরোজ, মঞ্জুর আহমেদ, মোঃ সেলিম উল্লাহ প্রমুখ। সভায় বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তরুণ প্রজন্ম ও নারীরা বিশেষ ভূমিকা রাখতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স প্রদান করা হয়।