জামালপুরের বকশীগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন উপলক্ষে রোববার (১৭সেপ্টম্বর) বিকাল ৪ টায় একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে বিজয় মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামাণিক, বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি প্রমুখ। ১৭-১৯ সেপ্টেম্বর পর্যন্ত মেলাটি প্রদর্শিত হবে। মেলায় ১১ টি স্টলে বিগত ১৫ বছরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করা হয়।