তিনি স্ত্রী গুলশান আরা রত্না, পুত্র রিজওয়ান বিন হাসান রাফি ও কন্যা রুবাইয়া তাহসিন নূরকে নিয়ে ২৩ আগষ্ট-২০২৩ইং বুধবার রাত ৮টায় মিশরীয় ইজিপ্ট এয়ারলাইন্সে সৌদী আরবে যাবেন।
হাসান আহমেদ ভোলদীঘি কামিল মাদ্রাসায় আইসিটি শিক্ষক ও শাহরাস্তি ইন্টারন্যাশনাল স্কুলের নির্বাহী প্রধান এবং গুলশান আরা রত্না নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকার দায়িত্ব পালন করছেন। পুত্র রিজওয়ান বিন হাসান রাফি এবার কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণীতে এবং কন্যা রুবাইয়া তাহসিন নূর শাহরাস্তি ইন্টারন্যাশনাল স্কুলে প্রথম শ্রেণীতে অধ্যায়নরত।
এবিষয়ে হাসান আহমেদ মাষ্টার বলেন, মহান আল্লার অশেষ নিয়ামতে হজ্ব গমনের প্রাক্কালিন সকল প্রকার কাগজপত্রাদী সল্প সময়ের মধ্যে সুসম্পন্ন হয়েছে। ১৭ আগষ্ট থেকে ৯০ দিনের জন্য ভিসা কনফার্ম করেছি। আগামী ৬ সেপ্টেম্বর বুধবার মক্কা ও মদিনা সফর শেষে তিনি আবারও স্বপরিবারে দেশে ফিরবেন বলে জানান। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।