মানব সেবাই মূল লক্ষ এই স্লোগান কে সামনে রেখে তরুণ সনাতনী সংঘ টি এস এস ২০১১সাল যাত্রা শুরু করে থেকে মানবতার সেবায় সনাতনী চেতনায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।
তাঁরই ধারাবাহিকতায় গত ০৫/০৮/২৩ইং রোজ শনিবার টি এস এস মৌলভীবাজার জেলা শাখার নেতৃত্বে বড়লেখা উপজেলা শাখায় অঞ্জন দেবের সঞ্চালনায় ও দিলীপ দাশ এর সভাপত্বিতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
আলোচানা সভায় গীতা পাঠের মাধ্যমে শুরু করেন সমীরন নন্দী।
উক্ত আলোচনা সভায় সবার সম্মতিক্রমে টি এস এস সংগঠনের সমৃদ্ধির জন্য মৌলভীবাজার বড়লেখা উপজেলা শাখা পূর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে, শ্রী দীপক দে পলাশ কে আহবায়ক করে ২১ বিশিষ্ট বড়লেখা উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সনাতনী সংঘ টিএসএস মৌলভীবাজার জেলা শাখার , সভাপতি গৌরাপদ রায় রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি এস এস জেলা শাখার সাধারণ সম্পাদক পবলু দত্ত জয়,ও টিএস এস মৌলভীবাজার পৌর শাখার দিগন্ত ভট্টাচার্য,এতে আরো বক্তব্য রাখেন টি এস এস জেলা শাখার সহ প্রচার সম্পাদক রিকেন্দ্র দাস,টি এস এস বড়লেখা উপজেলা শাখা যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুহেল চন্দ,টি এস এস বড়লেখা উপজেলা কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক,রিপন দাস,টি এস এস ৫ নং দক্ষিণ জাহাজপুর ইউনিয়ন কমিটি আহবায়ক, প্রবির দাস,টি এস এস ৬ নং সদর ইউনিয়ন কমিটি সিনিয়র সহসভাপতি,মিটু দে,সহ সকল নেতৃবৃন্দ প্রমুখ।
উক্ত সভায় মেয়াদ উত্তীর্ণ বড়লেখা উপজেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সনাতনী সমাজের সমর্থনে গঠনতন্ত্র মূলক দিকনির্দেশনা মোতাবেক দিপক দে কে আয়ব্বাহক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন আয়ব্বাহক কমিটি গঠন করা হয়।