ফরিদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের কবি জসিম উদ্দিন হলে এসে শেষ হলে কবি জসিম উদ্দিন হলের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,নারীনেত্রী ও রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলেচনা সভা অতিথি বৃন্দ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাই কে একসাথে কাজ করার আহ্বান জানায়া