(২৭ শে জুলাই) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের সভাপতিত্বে উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও প্রতিবন্ধীদের মাঝে চেক ও হুইলচেয়ার বিতরণ করেন, দিনাজপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শিবলী সাদিক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শিবেশ কুমার কুন্ডু, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার প্রমুখ ।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিরামপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ সহ ৩০ জন দীর্ঘমেয়াদী আক্রান্ত রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।