ফরিদপুরে মানবতার সেবা নিয়ে সমাজের অসহায়, অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে তাদের সেবাদানের মাধ্যমে গুনীজন,মহান হৃদয়ের ৪০ জন সদস্যদের নিয়ে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী গেরদা মানব কল্যাণ সংস্থাটি।
সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি গেরদা সাহেব বাড়ির সন্তানঃ সৈয়দ ফাইক উজ্জামান বলেন-২০২০ সালের ২০শে ডিসেম্বর আমরা ক’জন স্কুল ও কলেজ জীবনের বন্ধু ও সমাজের ভালো মানসিকতা সম্পূর্ণ লোকদেরকে নিয়ে সমাজ সেবায় আত্মনিয়োগ করি। এরপরে ধিরে ধিরে আমাদের কাজকর্ম দেখে অনেকেই আমাদের সঙ্গে যোগদান করেন। সেই থেকেই শুরু আমাদের মানব কল্যাণ সংস্থার কাজ।
এই সংস্থাটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, এখানে সামাজিক অবক্ষয় রোধ,নিজেকে এবং অন্যদেরকে কিভাবে ভালো রাখা যায় সেই বিষয়ে সচেতনতা, বৃক্ষ রোপন,সামাজিক বনায়ন,কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, মাদক মুক্ত সমাজ, চিকিৎসা এবং ভবিষ্যৎ প্রজন্মকে যুগোপযোগী ভাবে গড়ে তোলা সহ একটি আধুনিক সমাজ ব্যবস্থা বিনির্মানে সহযোগিতা করাই এই সংস্থার মূল লক্ষ। এখানে যারা দায়িত্বরত আছেন তারা হলেন – শেখ বাচ্চু- সাধারণ সম্পাদক, মীর হুমায়ুন কবির -কোষাধ্যক্ষ, মামুন সিরাজুন নবী (ফারুক) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা খন্দকার কামরুজ্জামান ( সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংস্থাটির সভাপতি সৈয়দ ফাইক উজ্জামান সবার সার্বিক সহযোগিতা কামনা ও দোয়া করার আহবান জানান।