মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দৈনিক ইনফো বাংলা যৌথ উদ্যোগে মীরসরাইয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পিং ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে দৈনিক ইনফো বাংলা সিটি এডিটর রাসেল দাশের সভাপতিত্বে দৈনিক ইনফো সাব-এডিটর মনজুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা, এই সময় আরো উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মীরসরাই থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, সাংবাদিক নুরুল আলম, মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন, মাদকের ভয়াল ছোবলে ক্ষত-বিক্ষত আগামী প্রজন্ম। অথচ প্রজন্মরাই জাতীয় ভবিষ্যত। ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে এখন থেকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হবে।