দ্রুত এগিয়ে যাচ্ছে জাতীয় পরিচয়পত্রের কাজ : বিএম জামাল হোসেন
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন নেওয়ার সাড়ে তিন বছরের মাথায় স্থানীয় দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিচ্ছে সরকার। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে প্রবাসীদের পরিচয়পত্র প্রদানের কাজ।
গতকাল মঙ্গবার ২০ জুন, ২০২৩ দুবাই কনসুলেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ কার্যক্রমে আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেটের মাধ্যমে প্রাথমিকভাবে নতুন জাতীয় পরিচয়পত্র এবং পরবর্তীতে পুরনো পরিচয়পত্রের সংশোধনীসহ অন্যান্য সেবা দেওয়ার কাজ অব্যাহত আছে। এ কাজে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিয়ে নির্বাচন কমিশনের ১৮ সদস্যের একটি কারিগরি দল সংযুক্ত আরব আমিরাতে কর্মকাণ্ড শুরু করেন।
গতকাল দুবাই কনসুলেট এর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সার্ক সাংবাদিক ফোরামের আমিরাতে নিযুক্ত প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, “প্রবাসীদের বিভিন্ন সেবার মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রদান বিশেষ গুরুত্ব বহন করছে। আমিরাতে আমরা বেশ দক্ষতার সাথে কাজ করে যাচ্ছি। আশা করি সফলভাবে প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র