যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার দলীয় মনোনয়ন পেলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জহুরুল ইসলাম। এ দিকে নৌকা প্রতীকের প্রার্থীকে সংবর্ধনা জানাতে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার সন্ধায় জরুরী ভিত্তিতে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালামের আহবানে ও যুগ্ন সাধারণ সম্পাদক মাষ্টার আজাহার আলীর সভাপতিত্বে শনিবার সন্ধায় এনায়েতপুর বাজারে নৌকা প্রতীকের প্রার্থীর অফিস কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাষ্টার আজাহারুল ইসলাম, সিনিয়র আওয়ামী নেতা বাসুদেব চ্যাটার্জি, জয়নাল হাজি, সাবেক মেম্বর আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফ আহম্মদ সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পর্যায়েয নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সম্প্রতি তফসিল ঘোষনার পর ৬ জুন ইউনিয়ন থেকে ৮ জুন প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেন। বিভিন্ন জল্পনা কল্পনার অবসান গটিয়ে অবশেষে ৯ জুন রাত সাড়ে এগারোটার দিকে ঘোষণা হয় মাষ্টার জহুরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে ১০ জুন প্রার্থী নৌকা প্রতীকের মনোনয়ন হাতে পেয়ে ঢাকা থেকে ১১ জুন বাড়ি ফিরবেন বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। এদিকে রবিবার বিকালে প্রার্থীকে যশোর থেকে সংবর্ধনা জানিয়ে ইউনিয়নে আনার জন্য ইউনিয়নবাসী ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জানিয়েছেন।