শূন্য মনের ব্যালকনিতে দাঁড়িয়ে
হারিয়ে যাই স্বপ্নের সেই পুরনো বিকেলে
ঝড়ো বৃষ্টি এসে ভিজিয়ে যায়, আনমনা হই
রিকশার হুড নেই, ইট সিমেন্টের রোলিং ঘর নেই
অবিরাম জলধারায় ভেসে আসে সুরেলা কন্ঠ
আর তোমার মোহনীয় ঘ্রাণ,
চোখ বন্ধ করলেই তোমার স্পর্শপ্রেম।
তুমি একান্ত হতে আসোনি
অভিমান করবার কোন অজুহাত নেই বলেই
দূরত্বটা শুধু বেড়েই চলে।
অবিচল বন্ধুত্বের মোহে
শূন্যতা বাড়ে,বিরহ বিষন্নতা ছড়ায়
হৃদয়ে হৃদয়ে কথা হয়
কিছু তৃষ্ণা আজন্ম জেগে থাকে।
জেনেছি পূর্ণতা নয় শূন্যতায় প্রেম গভীর হয়
বাতাসে তোমার ঘ্রাণ থাকতেই এসো আরেকটিবার
বিরহী কাঁঠগোলাপটি আবার ভিজতে চায়
এমনি হঠাৎ কোন বৃষ্টিতে।