মোঃ আতাউর রহমান সরকার (মতলব প্রতিনিধি):
চাঁদপুরের মতলবউত্তর উপজেলা কৃষি অফিসে যোগদান করে মাত্র দু কর্মদিবস দায়িত্ব পালন এর পর চির বিদায় জানিয়ে চলে গেলেন ৩৫ তম বিসিএস কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
জানা যায়, তিনি প্যনক্রিট ইনফেশন ও গ্যস্টিক এর কারণে গত শুক্রবার হঠাৎ অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি হন অতপর মারাত্নক অসুস্থতার কারণে ঢাকা ল্যাব এইড হসপিটালে স্থানান্তর করার পর আইসিইউতে থাকা অবস্থায় (৬ জুন) সকাল ৭:৩০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। তিনি স্ত্রী, এক মাত্র শিশু কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন,তার বড় ভাই মোঃ মোসারাফ হোসেন ও শেকৃবি থেকে পড়াশোনা করে অগ্রনী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ৩৫ তম বিসিএস উত্তীর্ণ হয়ে কৃষি সম্প্রসারণ অফিসার, হোমনা হর্টিকালচারাল এবং হাইমচর উপজেলা কৃষি অফিসার ও সর্বশেষ বদলি হয়ে মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার হিসাবে নিয়োগ প্রাপ্ত হোন।
মরহুম নিজ বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষীপুর গ্রামে দুপুর ২টায় জানাযা ও দাফন সম্পন্ন হয়। জানাযায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর এর উপপরিচালক কৃষিবিদ ড. সাফায়েত সিদ্দিকী, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রতিনিধি, মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারী, “কৃষি উদ্যোক্তা পরিষদ , মতলব উত্তর উপজেলা, চাঁদপুর” এর প্রতিনিধি, মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান বাঞ্ছারামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাসির উদ্দিন, বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত কৃষি বিদ ও কৃষি উদ্যোক্তা এবং নিজ গায়ের মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
এদিকে কৃষিবিদ অঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মোতাহার হোসেন এর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে গভীর শোক জানিয়েছেন সর্বস্তরের কৃষিবিদ ও বিভিন্ন কৃষিবিদ সংগঠনের নেতৃবৃন্দরা।
কৃষিবিদ মোতাহার হোসেন এর মৃত্যুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ বাদলচন্দ্র বিশ্বাস গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়া কৃষিবিদ মো: মোতাহার হোসেন এর মৃত্যুতে উপজেলা কৃষি অফিস মতলব উত্তর, চাঁদপুর, “কৃষি উদ্যোক্তা পরিষদ, মতলব উত্তর উপজেলা,চাঁদপুর “, মতলবের কৃষক জনপ্রতিনিধি ও সাধারন মানুষ গভীর শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।