টেকসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের পাঁচটি খাল খননের সুফল মিলতে শুরু করেছে।
খনন কৃত এসব খাল ও নদীতে পানি প্রবাহিত হওয়ায় খুশি কৃষক ও এলাকাবাসী। দীর্ঘদিন লাউডোব ইউনিয়নের বেশ কয়েকটি খাল ভরাট হয়ে গিয়েছে এর মধ্যে পাঁচটি খাল যথাক্রমে লাউডোব খাল,কালিকাবাটি খাল,রুয়াকাটা খাল,খুটাখালী খাল,ও হরিনটানা খাল,খাল পাঁচটি ভরাট হয়ে যাওয়ায় কৃষিজমিতে সেচ সহ নিত্যপ্রোয়োজনীয় পানি সংকট ছিল ওই এলাকায়। এছাড়া প্রতিবছর জলাবদ্ধতার শিকার হয়ে নানা ভোগান্তিতে পড়ত হাজার হাজার মানুষ।স্হানীয় সরকার প্রৌকশল অধিদপ্তর (এলজিইডি) উদ্যোগে খনন করায় এসব খালে এখন প্রাণ ফিরে এসেছে।নাব্য হারিয়ে হারিয়ে মৃতপ্রায় খালগুলোর এখন ভরা যৌবন।পানি স্বাভাবিক প্রবাহের ফলে জলাবদ্ধতা নিরাসণ সেচসুবিধা সহজ হওয়ায় খুশি কৃষক ও স্হানীরা।
আজ ২ জুন শুক্রবার খনন কৃত খাল গুলি পরিদর্শন করেছেন এলজিইডি এর প্রকল্প পরিচালক আবুসালেহ মোঃহানিফ (পিডি)।দাকোপ উপজেলা প্রকৌশলী মোঃজাহাঙ্গীর,,সোসিওলজিষ্ট
মোঃসেলিম আহম্মেদ,উপসহকারী প্রৌকশলী উজ্জ্বল দেবনাথ,ও মোঃ মোর্ত্তজা, কমিটি অর্গানাইজার মোঃ জাহিদ হোসেন,
লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ, প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল সহ গনমাধ্যম কর্মিরা।