কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বেরে হয়ে উপজেলা পরিষদের মূল গেটে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আবদুল সাত্তার মাষ্টার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা পরিষদ সদস্য জিল্লুর রহমান, উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ সাংবাদিক বৃন্দ।
এর আগে জুলি কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক “জুলিও কুরি” শান্তি পদকে ভূষিত হয়।