ভারত,নেপাল,বাংলাদেশ ও ভুটানের মধ্যে মোটরযান চলাচল চুক্তির বিষয়ে ভুটান সরকার তাদের সংসদে আলোচনা করে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন ভুটানের পররাষ্ট্র মন্ত্রী ড.তান্ডি দর্জি।
দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার মারকি ম্যানুফেকচারার লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে দিতি একথা বলেন।
ভুটানের পররাষ্ট্র মন্ত্রী এসময় আরও বলেন,চারটি দেশের মধ্যে সড়ক দিয়ে মোটরযান চলাচলে তার দেশ আগে কোন সিদ্ধান্ত দেয়নি তবে এখন আমরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নিবো যাতে করে চারটি দেশের সাথে সড়ক পথে চলাচল উন্মক্ত থাকে তাতে করে বাণিজ্যিক ভাবে চারটি দেশেই লাভবান হবে জানিয়ে তিনি আরও বলেন,ভুটানের ব্যবসায়ীরা বাংলাদেশের পোশাক শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী জানিয়ে তিনি আরও বলেন,বাংলাদেশের শ্রমিকরা দক্ষি ও পারিশ্রমিক তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে বলেও বলেন তিনি। এর আগে ভুটানের পররাষ্ট্র মন্ত্রী আশুলিয়ার আমতলা এলাকায় একটি কারখানা পরিদর্শন করেন।
এসময় বাংলাদেশে ভুটান দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা ও পরিদর্শন করা কারখানা দুটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।