কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৩ পালিত হয়েছে।
“আমাদের নার্স; আমাদের ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ মে শুক্রবার সকালে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং কর্মকর্তাবৃন্দের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে দিবসটির সূচনা করেন প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।
পরে প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল করিম।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুপার ভাইজার আছিয়া খাতুন।
এ সময় প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, মহীয়সী সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবস ১২ মে প্রতি বছর “আন্তর্জাতিক নার্সেস ডে” হিসেবে পালিত হয়ে থাকে। আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ও আন্তর্জাতিক নার্স দিবস আমাদের স্বাস্থ্য বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। পেশাজীবি সিনিয়র স্টাফ নার্সবৃন্দ এবং মিডওয়াইফবৃন্দ আমাদের নিবেদিত প্রাণ। আমাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ বিশেষ দিবসটিকে সমন্বিতভাবে উদযাপন করা হয়েছে।