যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
রাউজানস্থ আবুরখীল জনকল্যাণ সংগীত বিদ্যা নিকেতনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৯ এপ্রিল শনিবার আবুরখীল জনকল্যাণ ভবনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। সাংবাদিক রতন বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়া। উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।অনুষ্ঠানে প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক জুয়েল বড়ুয়া, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিঃ এজিএম বিজয় বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুরখীল জনকল্যাণ সংগীত বিদ্যা নিকেতনের অধ্যক্ষ শিক্ষক হিরাধন বড়ুয়া, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, সাংবাদিক জুয়েল বড়ুয়া, অসীম বড়ুয়া অপু, শিক্ষক সনদ কুমার বড়ুয়া, কেমি বড়ুয়া মুক্তা, রুমা বড়ুয়া, কিরণ বিকাশ বড়ুয়া, শিক্ষক খগেন্দ্র লাল বড়ুয়া, দিনেশ বড়ুয়া, ডাক্তার সজল দেব, স্বদেশ বড়ুয়া খুলু, বাবু বড়ুয়া, কাজী মো: সিহাব উদ্দিন, সঞ্জয় বড়ুয়া সরোজ বড়ুয়া রুপু, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, সমিরন বড়ুয়া, রুপায়ন বড়ুয়া কাজল, লায়ন ছোটন বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,দি বুড্ডিষ্ট কো অপারেচিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বিসিসিইউএল এর ডিরেক্টর এ্যাপেক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়া, ত্রিদীপ বড়ুয়া তপু, অলকেশ বড়ুয়া তপু, লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, বিজয় বড়ুয়া’কে উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে পুজনীয় ভিক্ষু সংঘের উপস্থিতিতে পানীয় সংঘদান, মরণোত্তর ও গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, দেশ থেকে জঙ্গীবাদ, মাদক, সাম্প্রদায়িক অপশক্তি ও নানা অপকর্ম রোধে সংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। শুদ্ধ সংগীত ও সংস্কৃতিক চর্চার মাধ্যমে আবুরখীল জনকল্যাণ সংগীত বিদ্যানিকেতন সুনামের সাথে অনেকদূর এগিয়ে যাবে এবং সংস্কৃতিক চর্চার এ ধারা অব্যাহত থাকলে আবুরখীল জনকল্যাণ সংগীত বিদ্যানিকেতনের প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ও ঢাকার রামপুরাস্থ বিটিভি মূল কেন্দ্রে সঙ্গীতানুষ্ঠান করার সুযোগ পাবে।