ভোলা প্রতিনিধি:
লালমোহনে জমি জবরদখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কালমা ইউনিয়ন ১নং ওয়ার্ড লেছ ছকিনা গ্রামের জনতা বাজারের দক্ষিণ পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
জানাযায় বদরপুর ৬ নং ওয়ার্ড আছরদ্দিন হাওলাদার বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে মো.আলাউদ্দিন হাওলাদারের দখলিও জমিতে ঘর নির্মাণ করে পাশ্ববর্তী বাড়ির বসু হাওলাদারের ছেলে রিয়াজ। পরে আমরা বাঁধা প্রদান করলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ১৫ দিন পর ফয়সালার তারিখ দেয়। রিয়াজ ফয়সালা হওয়ার আগেই আবার সেখানে কাজ শুরু করে। গত ২৬ এপ্রিল বুধবার আমি পুনরায় কাজ বন্ধ করতে গেলে রিয়াজ গংরা আমাদের হুমকি ধামকি প্রদান করেন। পরে নিরুপয়া হয়ে থানাপুলিশের মাধ্যমে কাজ বন্ধ করি।
এ জমির বিচার কাজ চলমান রয়েছে, সেই জমিতে জোরপূর্বক দখল করে ঘর উত্তোলনের অভিযোগ করেন নূরুন্নবী চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলা উদ্দিন।তিনি বলেন এ জমি আমার ওয়ারিশি ও খরিদা সম্পত্তি যার সকল ধরনের কাগজপত্র আমার কাছে আছে।
দক্ষিণ লেছ ছকিনা মৌজায় এস,এ খতিয়ান নং-৫৪০ দাগ নং- ২৭ ৫১ ৪৫ শতাংশ যা কিছু জমি আমাদের দখলে।
আমার কোন টাকা বা জনবল নাই, এখন আমি নিরুপায় হয়ে সমাধানের জন্য আইনের সাহায্য কামনা করছি।
এই বিষয়ে অভিযুক্ত রিয়াজ বলেন,আমার ওয়ারিশি ও খরিদা সম্পত্তিতে আমি ঘর করে বসবাস করে আসছি। এখন আবার ঘর ভেঙে আগের জায়গায় নতুন ঘর তুলতেছি আলাউদ্দিন গংরা কেন বাঁধা দেয় আমি জানিনা।তাদের জমি তাদের দখলে আর আমার জমি আমার দখলে। এটা আমাকে অহেতুক হয়রানি ছাড়া আর কিছুনা।