গত রোববার ৯ এপ্রিল দুবাইয়ের জাবেল আলীতে (ইনভেস্টমেন্ট পার্ক-২) মাহাবুব গ্রুপের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও মাহাবুব গ্রুপের প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশী শ্রমিক ওই ইফতার মাহফিলে যোগ দেন।
অনুষ্ঠানে মাহাবুব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুব আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান আলোচক মনির হোসেন, কোম্পানির অপারেশন ম্যানেজার ফেরদৌস আলম, সুপার ভাইজার মাসুদ রানা, শাহ আলম, মমিনুল, ওসমান ও নুর আলম নুরুসহ কর্মকর্তা ও কর্মচারীরা।
সবার আগে সর্বশেষ সংবাদ দেখতে ক্লিক করুন – www.dainikbanglarodhikar.com
এ সময় পবিত্র রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরেন গ্রুপের কর্মকর্তারা।
তারা বলেন, মাহাবুব গ্রুপ সংযুক্ত আরব আমিরাতের আজমান ও দুবাইয়ে এক যুগের বেশি সময় বেশ সুনামের সাথে ব্যবসা পরিচালক করে আসছে। সম্প্রীতির বন্ধন জোরদার করবার লক্ষ্যে গ্রুপের কর্মচারীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন কোম্পানিটি। এদিকে কোম্পানির প্রশংসা করে বক্তারা বলেন, মাহবুব গ্রুপের পাঁচ শতাধিক কর্মচারীকে নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা করেছেন কতৃপক্ষ। বর্তমানে দুবাই সরকার ঘোষিত সকল শ্রমিককে বাধ্যতামূলক ইন্স্যুরেন্সের আওতায় আনার কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন।
পরে বিশেষ মোনাজাত এর মধ্য দিয়ে কোম্পানির সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।