গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় তিন সংগঠন (কাশিয়ানী প্রেসক্লাব, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাব, কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম) সমন্বয়ে পেশাদার সাংবাদিকদের মান অক্ষুন্ন রাখতে “কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদ” নামে একটি সংগঠন গঠিত হয়। মঙ্গলবার (৪ এপ্রিল ২০২৩) কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মিল্টন খান এর আহবানে উপজেলা প্রেসক্লাব শহিদুল আলম মুন্না সহ উপস্থিত সকলের প্রস্তাবে কাশিয়ানী প্রেসক্লাব এর সহ-সভাপতি কাজী ওমর হোসেনকে সভাপতি করে রেজুলেশন ভুক্ত করে উপস্থিত সকলের স্বাক্ষরিত মতের মাধ্যমে ৭ জন সদস্য নিয়ে কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত হয়।
ঐক্য পরিষদের সদস্যরা হলেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজামুল আলম মোরাদ, সাবেক সভাপতি মো. ফায়েকজ্জামান, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মোঃ মিল্টন খান, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদেক আহমেদ,সাধারন সম্পাদক সহিদুল আলম মুন্না ও সাংবাদিক আহাদুল হাসান।
এসময় উপস্থিত স্বাক্ষরকারী সাংবাদিকরা হলেন মিকাইল হোসেন, এম এ জামান, তাইজুল ইসলাম টিটন,লিয়াকত হোসেন লিংকন, পরশ উজির, ইবাদুল রানা, বায়তুল হাচান চৌধুরী।
এ সময় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান পেশাদার সাংবাদিকদের মান অক্ষুন্ন এবং পেশাদারিত্বের সম্মান বজায় রাখার উদ্দেশ্যে কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে এই কমিটির মাধ্যমে কাশিয়ানীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের তালিকাভুক্ত করে একসঙ্গে কাজ করবেন সেই সাথে নেতৃবৃন্দরা গঠনমূলক ভাবে পেশাদার সাংবাদিকদের পাশে থাকবে বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দ।