সাভারের আশুলিয়ায় ভবন মালিক ও ডেভলাপার কোম্পানীর গাফিলতির কারণে লিফটের হাউজে জমে থাকা পানিতে পড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় পর থেকে ভবন মালিক ও ডেভলাপার কোম্পানীর লোকজন পলাতক রয়েছে। স্থানীয়রা অবিলম্বে ওই ভবন মালিক ও ডেভলাপার কোম্পানীর কঠোর শাস্তি দাবি করে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। শিশুটির মর্মান্তিত মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসী বলছে,গতকাল ১১ টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া বাজার এলাকায় নির্মাণাধীন দোতলা ভবনের নিচ তলায় লিফটের হাউজে জমে থাকা পানিতে পড়ে যান মৃত ফিরোজ মিয়ার মেয়ে ফাতেমা। পরে কয়েক ঘন্টা খোজাখুজি করার পর স্থানীয়রা ওই লিফট হাউজের পানিতে তার জুতা দেখতে পাইলে পরে সেখানে নেমে তার লাশ উদ্ধার করে।
পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তারা লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী আরও জানায়,ওই বহুতল ভবনের দোতলার ছাঁদ ঢালাইয়ের কাজ চলছে অনেক দিন ধরে কোন প্রকার সেফটি ছাড়াই এর আগেও সেখানে ওই লিফটের পানিতে পড়ে যান কয়েকজন।
এবিষয়ে ভবন মালিক ও ডেভলাপার কোম্পানীকে বললে তারা কোন কর্ণপাত করেনি। মানুষের মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলায় তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা। ছোট্ট শিশুটির অকাল মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মালেক বলেন, তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।