খুলনা দাকোপের বাজুয়ার চুনকুড়ি পশরধার সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী মন্দির কমিটির আয়োজনে জগৎ জননী, জগৎ ধারিনি,জগৎ পালিনি বাসন্তী দেবীর অর্চনার ক্ষুদ্র আয়োজন করা হয়েছে। ১৩ই চৈত্র বাংলা ১৪২৯,২৮ মার্চ ২০২৩ মংগলবার শ্রী শ্রী বাসন্তী দেবীর নব পত্রিকা প্রবেশ,স্হাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজা প্রশস্তা।সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণ।১৪ই চৈত্র ১৪২৯বাংলা সন,২৯ মার্চ ২০২৩ইং বুধবার মহা অষ্টমী। সন্ধ্যা আরতি ও প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় ভাগবত আলোচনা। ভাগবত আলোচনা করবেন সুদুর বাগেরহাট থেকে আগত এস আই ভাষ্কর চন্দ্র দে ( দীক্ষার পরে নাম ভদ্র সেন নিমাই দাস)। ১৫ ই চৈত্র ৩০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৮ ঘটিকায় দাকোপ উপজেলার পি জে এম ক্লাসিক্যাল ড্যান্স গ্রুপ এর পরিচালক প্রসেনজিত মিস্ত্রি (প্রসেন) এর পরিচালনায় এক মনোমুগ্ধকর নৃত্য অনুষ্ঠান। ১৬ই চৈত্র ১৪২৯ বাংলা, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার ৮/৩১/৩৬ মধ্যে বাসন্তী দেবীর দশমী বিহীত পুজো সমাপনান্তে বিসর্জন প্রশস্তা এবং রাত ৮ ঘটিকায় সম্পুর্ণ বহিরাগত শিল্পীদের সমন্বয়ে মেগা কনসার্ট।