বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এইচআরডিএফ) নামের একটি এনজিও’র অফিস ভাংচুর ও সম্পদ বিক্রির প্রতিবাদে সংস্থাটির সেক্রেটারীসহ স্থানীয় সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে পৌর শহরের বেলডাঙ্গায় সংস্থার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনু্ষ্ঠিত হয়।
মানববন্ধনে সংস্থার সেক্রেটারী বিশ্বনাথ তিগ্যা বলেন, পৌল চারোয়া তিগ্যা ১৯৯১ সালে সংস্থাটি চালু করেন। সেখানে সঞ্চয়, ঋণদান, কমিউিনিটি ডেভেলপমেন্ট ও যুবউন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হতো। এরপর ২০১০ সালে প্রতিষ্ঠাতা মারা গেলে সংস্থার কার্যক্রম বন্ধ হয়। সংস্থার তৎকালীন পরিচালক লরেন্স বেক ব্যবস্থাপনা কমিটিকে না জানিয়ে সংস্থার বিভিন্ন সম্পদ বিক্রি করেছেন এবং বর্তমানে বিল্ডিং ভেঙ্গে ফেলছেন। এর প্রতিবাদে সংস্থার সেক্রেটারী থানায় অভিযোগ করেছেন এবং শনিবার সকালে মানববন্ধন করেছেন। মানববন্ধনে সভাপতি বাদল তিগ্যা, সেক্রেটারী বিশ্বনাথ তিগ্যা, দাতা নিকোলাস মিঞ্জ, কোষাধ্যক্ষ রজন মন্ডলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।