স্মার্ট বাংলাদেশ বিনির্মানে হোমিওপ্যাথিসহ সকল সেক্টরকে ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করতে হবে
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ বাহোপ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ১৮ মার্চ শনিবার হবিগঞ্জ পৌর টাউন হলে দিনব্যাপী হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ হবিগঞ্জ জেলার সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সিলেট বিভাগীয় সদস্য ডা. সৈয়দ মোহাম্মদ আলী কাজল এর সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ডা. অসীম চন্দ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির। উদ্বোধক ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শেখ ফারুখ এলাহী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড সদস্য ডা. সোহরাব হোসেন, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল, বাহোপ কেন্দ্রীয় সহ সভাপতি ডা. বীরেন্দ্র চন্দ্র দেব ও ডা. সাদিক আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের ডি. পি এম (এএমসি) ডা. মঈন উদ্দিন আহমেদ মামুন, সিলেট জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. আবুল হাসান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ।
প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির এম.পি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের সকল সেক্টরকে ডিজিটালে রূপান্তিরিত করেছেন। হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও এনালগ সিস্টেম হতে বের হয়ে তথ্য প্রযুক্তির আওতায় আসতে হবে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে হোমিওপ্যাথিসহ সকল সেক্টরকে ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে অনবদ্য অবদান রেখেছেন। তিনি আরো বলেন, টানা তৃতীয় বার আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন থাকায় হবিগঞ্জ সহ সারাদেশে সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। হবিগঞ্জে প্রধানমন্ত্রীর মাধ্যমে মেডিক্যাল কলেজ, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নতি করনসহ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। যাহার সুফল ভোগ করছে হবিগঞ্জ জেলাসহ আশেপাশের সকল জেলার নাগরিকবৃন্দ । তিনি সকলকে ষড়যন্ত্র, মিথ্যাচার এবং অপপ্রচার নস্যাৎ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। হবিগঞ্জে একটি হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যোগ্য নেতৃত্বের মাধ্যমে উদ্যোগ নেয়া হলে তিনি সহযোগিতা করে তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। সম্মেলনে হবিগঞ্জ জেলার সকল উপজেলা থেকে শত শত হোমিওপ্যাথিক চিকিৎসক অংশগ্রহন করেন। সভাপতির বক্তব্যের মাধ্যমে প্রথম অধিবেশন শেষ হয় ।
দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় বিজ্ঞান সেমিনার। সেমিনারে লক্ষণ সমষ্টি ও লক্ষণের মূল্যায়ন বিষয়ক প্রবন্ধ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন প্রথম অধিবেশনের প্রধান আলোচক বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সভাপতি ডাঃ শেখ ফারুখ এলাহী। অনুষ্ঠান শেষে উপস্থিত ডেলিগেটদের ব্যাগ, স্মরণিকা, উপহার সামগ্রী ও উপস্থিতি সনদ প্রদান করা হয়।