রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

খুলনার দাকোপের তিলডাঙ্গায় ঐতিহাসিক ২২৯তম শ্নশান কালীপুজা অনুষ্ঠিত

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান / ২১০ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৮:২০ অপরাহ্ণ

গত মঙ্গলবার ১৪ মার্চ দিবাগত রাত্রে অনুষ্ঠিত হয়েছে তিলডাঙ্গা শ্নশান কালী পুজা।লক্ষধীক ভক্তের পদচারণায় পুজা প্রাঙ্গন জনসুমুদ্র ও তির্থ ভুমিতে পরিণত হয়েছে। মঙ্গলবারসকাল থেকেই মাটির হাঁড়িতে বাতাসা এবং ব্যাগ ভরে বিভিন্ন ধরণের ফল নিয়ে উপজেলা, দেশ এবং দেশের বাইরে থেকে ভক্তরা বিভিন্ন যানবাহনে চড়ে পুজা মন্ডপের সামনে আসতে থাকে।দিন গড়িয়ে রাত যত গভীর হয় তত জন সমাগম জনসুমুদ্রে
পরিনত হতে থাকে। প্রতি বছরই একই দৃশ্য নজরে পড়ে।সারা বছর মানুষ সংসার
জীবনে বিভিন্ন প্রাপ্তির জন্য কালী মায়ের কাছে মানদ করে যান।মাও তাঁর মনস্কামনা পুর্ণ করেন তাই ভক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।জন-কলরবের মাঝে
বারবার মাইকিংমাধ্যমে শোনা যাচ্ছিল মায়ের মায়ের কাছে মানদ করে অমুকের সন্তান হয়েছে, অমুক চাকরী পেয়েছে,
অমুক বড় অসুখ থেকে মুক্তি পেয়েছে, অমুক ব্যবসায় সফল হয়েছেন তাই মায়ের
জন্য মানসিক মোতাবেক টাকা, সোনা সহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে এসেছেন। আবার নতুন করে মানদের জন্য শোনা যাচ্ছিল, অমুকের কণ্যা সন্তান হলে, অমুকের পুত্র সন্তান হলে, অমুক চাকরি পেলে আগামী পুজায় মাকে এত টাকা, কানের সোনা,কপালের টিকলি ইত্যাদি দেওয়া হবে।
আবার নতুন করে মানদের জন্য শোনা যাচ্ছিল, অমুকের কন্যা সন্তান হলে, অমূকের পূত্র সন্তান হলে, অমূক চাকুরী পেলে আগামী পূজায় মাকে এত টাকা,কানের সোনা, কপালের টিকলি ইত্যাদি দেওয়া হবে। প্রচুর লোকসমাগম কে আসেন নি বলা কঠিন। নির্ধারিত মঞ্চে একের পর এক বিভিন্ন দল ও প্যানেলের নেতারা বক্তব্য করে চলে যাচ্ছেন।দিচ্ছেন সাধ্যমত অনুদান।
এক রাত্রে বহু ভক্তের আগমন তাই প্রচুর ভাতের হোটেল বসে পুজার রাতে।মেলায় খাবারের দোকান থেকে শুরু করে বহু প্রকারের রকমারি দোকানে মানুষের ভীড় লেগে থাকে সারারাত।তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ পুজা কমিটি আগের থেকেই প্রস্তুতি সভাকরে সে মোতাবেক ব্যবস্হা গ্রহণ করেন।
মেলায় কোনো হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে তার জন্য দাকোপ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কড়া নজরদারির ব্যবস্থা গ্রহন করেণ।
বর্তমান সময়ে পশুবলি অনেক যায়গা থেকে উঠে গেলেও এখানের কালি পূজায় প্রতি বছর পাঠাবলি দেওয়া হয়। পূজা উদ্যাপন কমিটির জানান তিলডাঙ্গার শ্মশানকালি পূজার ২২৯ বছর পুর্ন হয়েছে। নড়াইলের জমিদার নৃপেন্দ্র কিশোর রায় এ পূজা প্রথম শুরু করেছিলেন এবং তিনি যেভাবে পূজা করেছিলেন এখনও আমরা সেভাবেই মায়ের পূজা করে চলেছি। হিন্দু, মুসলিম, খ্রীষ্টান সবাই মায়ের কাছে আসেন।সভাপতি পাঠা বলি সম্পর্কে বলেন, এ বলি প্রথা তখন থেকে চলে আসছে তাই আমরা ইচ্ছা করলে এটি পাল্টাতে পারি না। কমিটি সূত্রে জানাযায় এবার পূজায় ৪৫৭ টি পাঠা বলি দেওয়া হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত চলেছে প্রসাদ বিতরণ ও কবিগান


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!