যীশু সেন, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) রাজশাহী ও রংপুর বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলনে বক্তারা বলেন, দেশের প্রতিটি জনপথে হোমিও চিকিৎসকবৃন্দ নিরবচ্ছিন্ন সেবা দিয়ে জনস্বাস্থ্য রক্ষায় আমাদের দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ জন্মলগ্ন থেকেই হোমিও চিকিৎসকদের মান উন্নয়নে কাজ করছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাগত মান উন্নয়নে চিকিৎসকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চালু করেছে উচ্চতর প্রশিক্ষণ ক্লাশ । যা অনলাইনে কেন্দ্রীয়ভাবে সপ্তাহে দুইদিন এবং জেলায় জেলায় অফলাইনে সপ্তাহে একদিন চালু রয়েছে। নেতৃবৃন্দ হোমিও চিকিৎসার পাশাপাশি হোমিও শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সুদৃষ্টি কামনা করেন। গত ১০ মার্চ দিনাজপুর ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথি ও বিজ্ঞান সেমিনারের প্রবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন বাহোপ কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুখ এলাহী। সংগঠনের দিনাজপুর জেলা সভাপতি ডা. অবনী কান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। বাহোপ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. অরুন কুমার সরকার এবং অধ্যাপিকা ডা. চন্দনা রাণী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. গোলাম ইয়াজদানী, কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. নাজির হোসেন, শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব (সার্বিক) ডা. হাবিবুর রহমান মার্শাল। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সুকল্যাণ সরকার, চাঁদপুর জেলা সভাপতি ডা. মঞ্জুর আহমেদ, কেন্দ্রীয় সদস্য ডা. মো. মহিউদ্দীন মজুমদার, ক্যাব দিনাজপুর জেলা সভাপতি মো. মাসউদ রানা, ডা. আবদুল কাদির (দিনাজপুর), ডা. ফজলুল হক (গাইবান্ধা), ডা. মোহাম্মদ কামাল উদ্দিন (চাঁপাইনবাবগঞ্জ), ডা. মাহমুদুর রহমান (জয়পুরহাট), ডা. আওয়াল হোসেন (নওগাঁ), ডা. মতিউর রহমান (বগুড়া), ডা. গোলাম মোস্তফা (রাজশাহী) প্রমুখ। অনুষ্ঠান শেষে হোমিওপ্যাথি বিষয়ে নাটিকা মঞ্চায়ন করেন নাটোর জেলা শিল্পী গোষ্ঠী।