মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় বংশী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাটের বংশী নদীর তীরে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
১২ মার্চ, রবিবার, উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আদনান। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলাম বলেন, কয়েক বছর যাবত আশুলিয়ার নয়ারহাটের বংশী নদীর তীর দখল করে কিছু রাজনৈতিক ব্যক্তি দোকানপাট ভাড়া দিয়ে চাঁদা আদায় করছিলেন। পরে হাইকোর্ট কিছু দিন আগে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
পরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে ভেকু দিয়ে প্রায় ৯১ টি স্থাপনা গুড়িয়ে দিয়ে পঞ্চাশ শতাংশ জমি উদ্ধার করা হয়। নতুন করে কেউ এসব স্থাপনা আবার দখল করতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও। স্থানীয় অবৈধ এসব দখলবাজ রাজনৈতিক ব্যক্তিদের নাম প্রকাশ করে তাদেরকে কঠোর ভাবে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। উচ্ছেদ অভিযানে এসময় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।