শরিফা বেগম শিউলী (রংপুর)
রংপুরে নাসিরাবাদ কেরাণীপাড়া মহল্লা কমিউনিটি পুলিশিং কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশিং এর অন্তর্ভুক্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে যারা এ প্লাস প্রাপ্ত হয়েছেন। তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।
শুক্রবার (১০ মার্চ ২০২৩) রাত ৯ টার দিকে ১৮ নং ওয়ার্ডের নাসিরাবাদ জামে মসজিদের বিপরীতে এ প্রোগ্রামের আয়োজন করেন।
প্রায় দুই যুগ আগের কমিটি ভেঙ্গে ফেলে নতুন কমিটি গঠন করে কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ নেন এলাকাবাসী।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডাঃ রওশনুজ্জামান তালুকদার এবং সঞ্চাল করেন নাসিরাবাদ কেরানী পাড়া মহল্লার কমিউনিটি পুলিশিং কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হামিম আব্দুল্লাহ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনর (অপরাধ) উৎপল কুমার রায়, রংপুর যুগ্ন-জেলা ও দায়রা জজ ওয়ায়েজকুরুনী সজীব, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম, মহানগর কমিউনিটি পুলিশিং ইউনিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা চান্দু, ১৮,২০,২২ সংরক্ষিত মহিলা আসনে ফেরদৌসী বেগম, কমিউনিটি পুলিশিং নাসিরাবাদ কেরাণী পাড়া মহল্লা কমিটি ও ১৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খন্দকার রবিউল ইসলাম, ত্রি-বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান কমিটির-২৩ এর আহবায়ক এটিএম মোর্শেদসহ স্থানীয় আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, জনতাই পুলিশ পুলিশেই জনতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজের সঠিক বিচার, সত্যতা, আইন-শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাষ্ট্রীয় আইনের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব অধিকাংশ বজায় থাকে##