যীশু সেন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা ২০২৩ খ্রি. অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার রাউজান কোয়েপাড়া এলাকার ঐতিহ্যবাহী ওই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন হাজী বাদশা মাবেয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন ১৪ নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য চম্পক মিত্র, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ডাঃ রাজু দে, কোয়েপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলিকা সেনগুপ্ত।
শিক্ষক সুরজিত সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন সর্বশিক্ষক – মোঃ নেজাম উদ্দীন, আকতার জাহান চৌধুরী, মোঃ শফিকুর রহমান কামালী, শিবানী চক্রবর্তী, কাবেরী চক্রবর্তী, রুম্পী চৌধুরী, নীলিমা ভট্টাচার্য্য, মৌসুমি মুৎসুদ্দি, সোমা কানুনগো, শিউলি খাতুন, অজিত নাথ প্রমূখ।
শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও সুস্থ দেহে সুন্দর মন এই বিষয়ে
মূলমন্ত্র ধারণ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১২ টি ইভেন্টে প্রায় ১০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ক্রীড়া পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক নীলিমা ভট্টাচার্য।