সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে এতে ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ জাকির খান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এস আলম, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন।
১:সভাপতি -জাকির হোসেন
সভাপতি প্যানেল:
——————–/
২: সি: সহসভাপতি- এমদাদুল হল মিলন
৩:সহ সভাপতি- আসাদ সুজন
৪:সহ সভাপতি -আলী আজগর
৫:সহ সভাপতি -শেখ টনি
৬:সাইফুল ইসলাম
৭:সাধারণ সম্পাদক: প্রকৌশলী এস আলম
সাধারণ সম্পাদক প্যানেল :
৮:সি: যুগ্ম সাধারণ সম্পাদক -আবু সিদিকী আলী
৯:: যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ পারভেজ
১০:যুগ্ম সাধারণ সম্পাদক – মো: সাঈদ
১১: যুগ্ম সাধারণ সম্পাদক -আবদুল্লাহ আবদুল
*প্রচার ওপ্রকাশণা প্যাণেল
২৮: মোঃ ঈমন
২৯:জসিম খাঁন
৩০:শিহাব খাঁন
৩১:এনামুল হোসেন
মিডিয়া মাধ্যম বিষয়কঃ
উক্ত কমিটির সকল সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ঐক্য পরিষদের নেতারা জানান, বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতাকাল থেকে এখন পর্যন্ত সংগঠন কে শক্তিশালী করার জন্য দিনরাত পরিশ্রম করে আসছে ভবিষ্যতেও কাজ করবো।সকল অপশক্তির কখনো মাথা নোয়াই নাই। নেতারা বলেন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন।
সব সময়ই অন্যায়ের ও দূর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করেছে প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ের লক্ষ্ে।
আজ স্বাধীনতার ৫২ বছরের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের না পাওয়া নাগরিক অধিকার ও সন্মান ফিরিয়ে আনার জন্য সব সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের মাধ্যমে বিশ্বের এক কোটি ৫০ লক্ষ রেমিট্যান্স যোদ্ধারা তাদের নেয্য অধিকার ফিরে পাবে বলে বিশ্বাস করি।
এসময় উপস্থিত সভাপতি মোহাম্মদ জাকির খান দৈনিক বাংলার অধিকার কে জানান, বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের সাধারণ সদস্য থেকে আমার কার্যক্রম পরিচালনা করে আসছি একপর্যায়ে সংগঠনের নীতিনির্ধারণী ফোরাম আমাকে সিটি ভিত্তিক সংযুক্ত আরব আমিরাতের সারজাহ সিটির সমন্বয়কের দায়িত্ব দেন।
আমার কর্ম দক্ষতার বলে দেশ ভিত্তিক সংযুক্ত আরব আমিরাতের কেনদ্রীয় আহবায়ক কমিটির সহসভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করি, সংগঠনের নিবন্ধনের জন্য সাংগঠনিক কাঠামো ও গঠনতন্ত্রের আদলে সংগঠন কে শক্তিশালী ও প্রবাসীদের আস্তা অর্জনের জন্য আহবায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেনদ্রীয় কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়।
সেই কমিটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক নেতৃবৃন্দ পদমর্যাদায় উত্তীর্ণ হয়েছে সেই হিসাবে আমি বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের কেনদ্রীয় কার্য নির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনীত হই।
আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ মর্যাদায় পালন করে আসছি
বর্তমানে সংগঠন কে দেশভিত্তিক, সিটি ভিত্তিক শক্তিশালী করার জন্যে সংগঠনের নীতিনির্ধারণী ফোরাম মনে করছে আমাকে যদি দেশভিত্তিক সংযুক্ত আরব আমিরাতের কেনদ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি মনোনয়ন করা যায় তাহলে সংগঠন আরো শক্তিশালী হবে এবং আমার কাজের অগ্রগতি প্রত্যাশাহীনভাবে বাড়বে তাই আমাকে পুনরায় সংযুক্ত আরব আমিরাতের কেনদ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি হিসাবে মনোনীত করা হয়।
আমি সকল প্রবাসীদের অভিনন্দন জানাই কেনদ্রীয় কার্য নির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইন্জিনিয়ার সালাউদ্দীন সাহেব কে, সংগঠনের মহাসচিব মেহেদী হাসান রাজীব সাহেব কে,সাংগঠনিক সম্পাদক আলী আকবর ভাই কে।আমি আরো ধন্যবাদ জানাই কেনদ্রীয় কার্য নির্বাহী সংসদের উপদেষ্টা মন্ডলীর সকল সিনিয়র ভাইদের কে,সর্বপরী বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সহযোদ্ধা, আমরা প্রবাসী হয়েছি ঐক্য অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ। এই স্লোগান কে সামনে রেখে সমৃদ্ধি ঐক্য অধিকার নিয়ে হাতে হাত রেখে প্রবাসীদের নাগরিক সন্মান, নাগরিক অধিকার, মৌলিক
বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের কমিটি সকল সদস্য সহ সর্বস্তরের প্রবাসী উপস্থিত ছিলেন।