মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা
মাদকসহ বিভিন্ন অপরাধ দমন ও আত্মহত্যা প্রবণতা রোধে বগুড়া সদর থানার ৯ নং বিট পুলিশিং এর আয়োজনে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সাবগ্রাম হাটে ওই বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যা প্রবণতা রোধসহ বিভিন্ন সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।’
আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য রাশেদা বেগম, বুজুর্গধামক রাহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল আলম, সদর থানার সেকেন্ড অফিসার মুঞ্জুরুল হক ভূইয়া, সাবগ্রাম ৯ নং বিট অফিসার এস আই ওসমান গনি ও এস আই শহিদুল ইসলাম।