গত ২৯ জানুয়ারি রবিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাণিজ্যিক শহর মুসাফফা এম- ৪০ এ রজনীগন্ধা খান সিআইপি হলে রাত ৮ টায় বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম মীরসরাই-১, সাংসদ, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদক প্রাপ্ত জননেতা- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি মহোদয় এর ৮০ জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা,কেন্দ্রীয় কমিটি, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও মানবতার কবি জনাব ফখরুল ইসলাম খান সি আই পি এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এর সুযোগ্য পুত্র বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মিরসরাই ইকোনমিক জোন( ১) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহবুবুর রহমান রুহেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরশ্বরাই এসোসিয়েশন এর সভাপতি,শ্রী কালু কুমার দে সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন,জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও কলামিস্ট মুহাম্মদ মুসা, মীরসরাই সমিতি আরব আমিরাত এর সভাপতি,সাইফুল ইসলাম। আরব আমিরাতের নাগরিক শেখ নাসের,ডাঃ শেখ শামসুর রাহমান পিএইচডি, মোহাম্মদ মনির উদ্দিন মান্না,মোহাম্মদ সরোয়ার আজম, মোহাম্মদ এসকান্দার, বাবু দীপক চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ দেশ এবং প্রবাসের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং জননেতা,চট্রগ্রামের রাজনীতির কিংবদন্তি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর ৮০ তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করে তার জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি” ফখরুল ইসলাম খান সি আই পি ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর “নির্ভীক অভিযাত্রী” বীরত্বের 80 বছর বইয়ের মোড়ক উম্মোচন করেন। দেশ এবং প্রবাসের সকলের শান্তি সমৃদ্ধি কামনা করে মাওলানা ইমরান হোসেন মোনাজাত পরিচালনা করেন। বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে নৈশভোজ ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।