সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রী কলেজের শত শত নবীন শিক্ষার্থীদেরকে। বুধবার (০১ ফেব্রুয়ারি-২০২৩) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে উক্ত কলেজ ক্যাম্পাস। এ নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। অনেকেই এসেছিলেন সেজেগুজে। কেউবা সাধারণ পোশাকে। আনন্দঘনো পরিবেশে এই নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। রাজগঞ্জ ডিগ্রী কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণে কলেজ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও নবীন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুয়ে দিয়ে বরণ করে নেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, আলহাজ আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা প্রভাষক মিজানুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এম ইমরান খান পান্না, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, আওয়ামী লীগ নেতা চাকলাদার শরিফুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানে এক বক্তব্যে প্রধান অতিথি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রাজগঞ্জ ডিগ্রী কলেজ অত্যন্ত নান্দনিক ও ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারি অধ্যাপক বিধান চন্দ্র রায় ও প্রভাষক শাহানাজ পারভীন। আলোচনা পর্ব শেষে এই মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।