ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামে বম্মপুত্র নদ থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রতিদিন লাখ লাখ টাকার বালু ট্রাকযোগে সম্পূর্ণ অবৈধ উপায়ে বিক্রি করে কোটি টাকার বালু আত্মসাত করেছে। স্থানীয় প্রশাসন থেকে কয়েক বার নিষেধ করা হলেও উক্ত সিন্ডিকেট দিবা-রাত্র বালু পাচার অব্যাহত রেখে সরকারী সম্পদ আত্মসাত করেছে। শনিবার (১০ ডিসেম্বর) গোপন সূত্রে খবর পেয়ে নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ চরভেলামারী গ্রামে গিয়ে অবৈধ উপায়ে বালু উত্তোলনের সময় ৩টি টি-টুয়েন্টে ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। এসময় বালু পাচারের সাথে জড়িত ব্যক্তিরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় তদন্তকালে চরভেলামারী গ্রামের মৃত আবু সিদ্দিকের দুই পুত্র বালু সিন্ডিকেটের প্রধান স্বপন মিয়া, কামাল উদ্দিন, আমিনুল ইসলাম, বিল্লাল মিয়া, রোমন মিয়া সহ ২৮ জনের নাম পরিচিতি পাওয়া যায়। উক্ত বালু আত্মসাতের ঘটনায় বেতাগৈর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫০/৬০ জনের নামে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-পরিদর্শক আশরাফ ফারুককে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। নাম্বার বিহীন আটক ৩টি ট্রাক থানা হেফাজতে রয়েছে। অপরদিকে নান্দাইল উপজেলা নদী রক্ষা কমিটি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ চরভেলামারী গ্রামের কোটি টাকা মূল্যের বালু পাচারকারীদের অবিলম্বে গ্রেফতার করার জোর দাবী জানিয়েছেন।