বিপিএল এর ফ্রাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স গালা নাইট উদযাপন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ৫ ডিসেম্বর সন্ধ্যায় অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘গালা নাইট’ উৎযাপন করলো বিপিএল এর ফ্রাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও ক্রিকেটার মোহাম্মদ মুশফিকুর রহিম। এছাড়াও ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান সারওয়ার চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক হেলাল বিন ইউসুফ (শুভ্র) সহ বিভিন্ন মহলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজকের ভূমিকায় দায়িত্ব পালন করেন ফিয়েমাস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন লিমিটেড।
বরাবরই বড়সড় চমকই দেখান সিলেট স্ট্রাইকার্স। নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ এর কোরিগ্রাফিতে অফিসিয়াল থিম সং এ পারফর্ম করেন চিত্রনায়ক নিরব এবং চিত্র নায়িকা দীঘি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী বেলি আফরোজ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শান্তা জাহান।
ইতিমধ্যে পূর্ণাঙ্গ দলের নাম ঘোষণা শেষ হয়েছে। শুধু মাশরাফী-মুশফিকুর নয়, সিলেট দল টেনে নিয়েছে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরসহ আরো ৩ শ্রীলঙ্কান ক্রিকেট তারকাকে। তারা হলেন, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরারা ও কামিন্দু মেন্ডিস।এছাড়া সিলেট দলের টীম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন নাফিস ইকবাল। রাজিন সালেহ হেড কোচ, সৈয়দ রাসেল সহকারী কোচ এবং তুষার ইমরানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।