ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৬ নভেম্বর) কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে প্রযুক্তির সাথে উন্নয়নের পথে নতুন সম্ভবনা,কৃষি খামার শ্লোগান কে সামনে রেখে স্কুল কৃষি কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ উপলক্ষে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সহকারী কমিশনার ভূমি এটি এম আরিফ, উপজেলা কৃষি অফিসার মোঃ আনিসুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল প্রমূখ।
নান্দাইল উপজেলা কৃষি অফিসার মোঃ আনিসুজ্জামানের চিন্তা ও চেতনায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের স্কুল কৃষি কার্যক্রম চালু করা হয়েছে। উপস্থিত ছাত্র ছাত্রীদের ডিজিটাল পদ্ধতিতে বাগান করার ক্লাস পরিচালনা করা হয়। পরে ১০০ছাত্রছাত্রীদের মাঝে নিজ নিজ বাড়ির আঙ্গিনায় সবজি বাগান করার জন্য বিনা মূল্যে ৪ প্রকার প্যাকেট বীজ সরবরাহ করা হয়। সংসদ সদস্য নিজ হাতে ছাত্র ছাত্রীদের মাঝে বীজ প্যাকেট হস্তান্তর করেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ আনিসুজ্জামান জানান উপজেলার ৭৮ টি স্কুল কলেজ মাদ্রাসায় পর্যায় ক্রমে স্কুল কৃষি কার্যক্রম চালু করা হবে।