চাঁদপুর বড় স্টেশন মোহনাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে মোহনাতে তান্দুরি চায়ের নামে ভোক্তা সাথে প্রতারণা করায় এবং মেয়াদোত্তীর্ণ ফ্লেভার দিয়ে চকোলেট চা, স্ট্রবেরি চা বিক্রি করার দায়ে
১. জাফরানি তান্দুরি চায়ের দোকানকে ১০,০০০/-টাকা জরিমানা করা হয়েছে।
তান্দুরি দোকান সহ বেশকিছু দোকানে অনিয়মের অভিযোগ পাওয়া যায়,এবং সাধারণত মানুষের এগুলো খেয়ে সমস্যার সম্মুখীন হতে হয়, বাসি ও পঁচা তেঁতুল দিয়ে চটফটি খাবার তৈরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে একটি চটপটি দোকানদার,আর এই মাহী চটফটি দোকানকে ৫০০০/- জরিমানা করা হয়েছে।
এদিকে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট মোঃ নূর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান, জনসাধারণের খাদ্যের পুষ্টির চাহিদা ও মানসম্পন্ন রাখতেই
এই অভিযান চলমান ও নজরদারি রাখছি।
আমরা এই অভিযান পরিচালনা করছি জনগনের সুবিধার্থে এবং খাদ্য সংগ্রহের মধ্যে যেন কোন ভেজাল না থাকে।
তিনি আরও জানান, আমরা বিভিন্ন কলাকৌশলে অভিযান গুলো পরিচালানা করে আসছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালনাকে সকলেই প্রবলভাবে সাধুবাদ জানাচ্ছে।
মিশন রোড,সদর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার ও ক্যাব সদস্য বিপ্লব সরকারের উপস্থিতিতে মিশন রোডে দুধে পানি মিশিয়ে বিক্রির সময় ( ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার ল্যাক্টোমিটার দিয়ে টেস্ট করে দুধের সাথে অধিক পানির বিষয়টি নিশ্চিত করেন)
৩. জলিলের দুধের দোকানকে ২৫০০/- এবং
৪. টিপুর দুধের দোকানকে ১৫০০/- জরিমানা করা হয়েছে।
সর্বমোট ৪ টি প্রতিষ্ঠানকে ১৯০০০/- জরিমানা করা হয়েছে।
সবসময়ই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।