ফেনী সদরের মহিপাল এলাকায় পৃথক পৃথক ২টি অভিযান চালিয়ে ১৫৭ বোতল ফেনসিডিল এবং ৫৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং সাথে ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফেনী ক্যাম্প র্যাব-৭ এর একটি দল।
মঙ্গলবার (১নভেম্বর) দুপুর ১ টার সময় এদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায় খুব গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে , কতিপয় কিছু মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য গাঁজা বহন করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করেন ঠিক এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপকে তারা সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা পিকআপটি থামানোর সংকেত দিলে উক্ত পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন র্যাব সদস্যরা পিকআপসহ আসামী মোঃ আমিরুল ইসলাম রবিন (২১), পিতা- মোঃ মহিন উদ্দিন, সাং- কুলাপাড়া, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো ও সনাক্তমতে উক্ত পিকআপের পিছনে মালামাল বহন করার জায়গায় ০২ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে মোট ৩৩ কেজি গাঁজা উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করা হয়
এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
অন্যদিকে আরেক সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।
এ সময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল তল্লাশী করে আসামী মোঃ জিয়াউর রহমান (৩৭),মোঃ সাহাদাত হোসেন (৩১), মোঃ আমরুল হাসান (২৪), মোঃ সজিব (২০),মোঃ ফারুকুল ইসলাম (৩৪),মোঃ সেলিম উদ্দিন (৪০), আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানো ও সনাক্তমতে উক্ত প্রাইভেটকার এবং মোটরসাইকেল তল্লাশী করে ০২ টি স্কুল ব্যাগের ভিতর হতে সর্বমোট ১৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আসামীদেরকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৫৭ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফেনী জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।