গত রবিবার আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, হবিগঞ্জ জেলা টিমের অফলাইন মিটিং অনুষ্ঠিত হয় হবিগঞ্জ, জেলা পরিষদ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে।
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, হবিগঞ্জ জেলা টিমের কো-লিডার মৌমিতা দত্ত একটি অনানুষ্ঠানিক অফলাইন মিটিং-এর আহ্বান করেন। মিটিং-এ উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কো-লিডার, জেলা কমিউনিকেশন ম্যানেজার এস এম গোলাপসহ জেলা টিমের অন্যান্য সদস্যরা।
ইতোমধ্যেই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে সিলেট বিভাগের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের ক্লাসও শুরু হয়েছে। মূলত, হবিগঞ্জ জেলায় আইসিটি দক্ষাতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে হবিগঞ্জ জেলা টিম। আইসিটি অলিম্পিয়াড রেজিস্ট্রেশনের অনলাইন প্রচারণার ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন তারা।
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে ৩টি ফ্রি কোর্স কিভাবে সবার কাছে পৌছানো যায়, আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত হবার জন্য সম্ভাব্য সৃষ্ট প্রতিকূলতা নিরসনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিটিং-এ আলোচনা করা হয়।