মোঃ নাছির উদ্দিন, চাঁদপুর (কচুয়া) বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজাদ হোসেন বিএসসি’র চেয়ারের আঘাতে দশম শ্রেনীর শিক্ষার্থী লিটন রক্তাক্ত,আহত হওয়ার ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে । জানা যায়, মঙ্গলবার (১৮ অক্টোবর) বিদ্যালয় চলাকালীন সময়ে এ ঘটনাটি ঘটে। চেয়ারের আঘাতে লিটনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এসময় সাথে থাকা অন্য শিক্ষার্থীরা নাজমুল হাসানের শরীরে ও চেয়ারের আঘাত লাগে। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা লিটনকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে মাথায় ৫/৬ সেলাই দিয়ে চিকিৎসা প্রদান করে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বস্ত সূত্র জানান, ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য লিটনের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছে। এ জন্য লিটন ও তার পরিবারের কেউ অভিযোগ বা মুখ খোলে কাউকে কোন তথ্য দিচ্ছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন বিএসসি জানান, প্রতিষ্ঠান চলাকালীন সময়ে লিটন শিক্ষকদের কোন কথা না শোনায় শাসনের জন্য চেয়ার দিয়ে আঘাত করার সময় চেয়ারের পায়া লিটনের মাথায় লাগে। আমরা স্থানীয় ভাবে তার চিকিৎসা প্রদান করি।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: ইব্রাহিম খলিল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলী আশ্রাফ খান কে অবগত করা হয়েছে।
লিটনের মাথা ফাটানোর ঘটনাটি এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জোড়ালো দাবী জানান।
ছবি: কচুয়ায় শিক্ষকের চেয়ারের আঘাতে আহত শিক্ষার্থী লিটন।