শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

কুড়িগ্রাম পুলিশের অভিযানে ইয়াবা,হিরোইন ও গাঁজা জব্দসহ ২৪ ঘন্টায় ২৫ জন আটক-দৈনিক বাংলার অধিকার

হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি / ১৪৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৮:০০ অপরাহ্ণ

মোঃ হামিদুল ইসলাম, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর, সিআর, নিয়মিত মামলা ও মাদক সহ ২৫ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (রাজারহাট-০১, ফুলবাড়ী-০৩), সিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন (উলিপুর-০১,নাগেশ্বরী-০২), জিআর সাজা ওয়ারেন্ট মূলে ০২ জন (রাজারহাট- ০১, ফুলবাড়ী-০১), নিয়মিত মামলায় ০৬ জন, পূর্বের মামলায় ০১ জন, ১৫১ ধারায় ০২ জনসহ মোট ১৮ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও কুড়িগ্রাম পুলিশের মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশ চন্দ্রখানা গ্রামের মোঃ আদম আলী (২২) ও মোঃ হাসেন আলীকে ২,০০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা ৪ টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ফুলবাড়ী থানার ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা মহিলা কলেজ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে উক্ত কুখ্যাত মাদক কারবারিদের মাদক সহ আটক পূর্বক মোবাইল ফোন জব্দ করে।

এদিকে একইদিনে জেলার কচাকাটা থানা পুলিশের অন্য আরেকটি অভিযানে রাত পৌনে ৯ টার দিকে থানার একটি চৌকস টিম বলদিয়া ইউনিয়নের ছনবান্ধা খলিশাকুড়ি গ্রামে রাস্তার উপর থেকে ছনবান্ধা খলিশাকুড়ি গ্রামের মোঃ হযরত আলী ফকির(৪০), ও একই গ্রামের মোঃ আঃ হালিম(৪৫) কে ৭৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

অন্যদিকে রবিবার (২৩ অক্টোবর) ৩৩ পিস ইয়াবা ও ৩ গ্রাম হিরোইন সহ ৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী কে হাতেনাতে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ভূরুঙ্গামারীর দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মোঃ আশরাফুল ওরফে চিনি (৪৮) কে ৩৩ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।

একই দিনে ভূরুঙ্গামারী থানার অপর এক অভিযানে ভোটহাট সীমান্ত এলাকা থেকে ০৩ গ্রাম হিরোইন জব্দসহ উপজেলার আঙ্গারীয়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মাসুদুর রহমান ছোটন (৩২), ও ভোটহাট গ্রামের মোঃ রশিদুল হক রাজু (২০) কে হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!