দুইদিন ব্যাপী অবিরাম দৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা হতে ঢাকা মুখি দীর্ঘ পথব্যাপী যানজটের শিকার হয়েছে যাত্রীবাহী পরিবহন সহ নানা শ্রেণীর পরিবহন । সীমাহীন ভোগান্তিতে পড়েছে চলাচলকারী যাত্রী ও পরিবহনকারী পরিবহন চালক ও শ্রমিক বৃন্দ । বুধবার সকালে সরজমিনে দেখা যায় মেঘনা সেতু সংলগ্ন ট্রোল প্লাজা এলাকায় অতি বৃষ্টির কারণে কিছু দুর পর্যন্ত মহাসড়কব্যাপী জলাবদ্ধতার পুকুরে পরিণত হয়েছে । ঢাকা মুখি হাজার হাজার যাত্রীবাহী পরিবহন ও মালবাহী পরিবহন গাড়ি জলাবদ্ধতা পার হয়ে সীমাহীন ভোগান্তির স্বীকার হচ্ছে দুই দিনব্যাপী । ঢাকা মুখি যাত্রীবাহী বাসের চালক বিল্লাল জানান মহাসড়কে পুকুরে পরিণত হওয়ায় যেকোনো গাড়ি পারাপারে দুর্ঘটনার ঝুঁকি সম্ভাবনা বেশি রয়েছে । গত মঙ্গলবার রাত থেকে ঢাকামুখী মহাসড়কে বিশাল যানজটের সৃষ্টি হয় । একাধিক যাত্রীবাহী গাড়ির চালক ও মালামাল পরিবহন কারি গাড়ির চালক এই জলবদ্ধতাকে সড়ক ও জনপথের কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও অবহেলাকেই দায়ী করেছেন ।গজারিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকা মুখি রাস্তায় অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয় ।সড়ক ও জনপথ, নারায়ণগঞ্জ জোন, উপ বিভাগীয় নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান চলিত অর্থ বছরে পানি নিষ্কাশন ড্রেন নির্মাণ টেন্ডার প্রক্রিয়াধীন আছে । বর্তমানে জলবদ্ধতা নিরসনে জন্য কাজ চলছে ।