সাজেদা চৌধুরীর প্রথম জানাজায় হাজারো মানুষের ঢল
ফরিদপুরের নগরকান্দায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে উপজেলার মহেন্দ্র নারায়ণ একাডেমি (এম এন একাডেমি) মাঠে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
এর আগে, বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ নগরকান্দায় এসে পৌঁছায়। পরে জানাজার নামাজ পড়ান নগরকান্দা মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক ইসমাতুল্লাহ কাসেমী।
জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টার দিকে সাজেদা চৌধুরীর মরদেহ নিয়ে নেতারা ও পরিবারের সদস্যরা ঢাকার পথে রওনা হন।
রবিবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সাজেদা চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন সাজেদা চৌধুরী। তার স্বাস্থ্যের আরও অবনতি হলে গত সপ্তাহে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রবিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।