চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হিন্দু স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
সেই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ চট্টগ্রাম জামাল খান প্রেসক্লাবে সামনে স্বর্নশিল্পী সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।
সমাবেশে হত্যাকারীর ফাঁসির দাবিতে আন্দোলন করেন চট্টগ্রাম বাসি,এসময় হাজারো সনাতনী অংশগ্রহণ করেন।
তারা জানান এখন হিন্দু নিধনের মহাযুদ্ধ শুরু হয়েছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ এদেশে থাকতে পারবেনা বলেই এই হত্যা, গুম বাড়ী দখল, জমি দখল, হিন্দু নারীদের জোর পূর্বক কৌশলে মুসলিম বানানো সহ বিশাল ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন তারা, তারা আরও বলেন এই সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি নির্যাতিত হয়েছে। এবং আরো বলেন সরকার এই বিষয় গুলো এড়িয়ে চলছে বলেন মানববন্ধনে।
হিন্দুরা এর সমাধান চায় সরকারের কাছে,বিধান ধরের হত্যার বিচার ও হত্যাকারীর ফাঁসির দাবিতে আন্দোলন করেন,